¡Sorpréndeme!

CCTV FOOTAGE | শাহবাগ থানার অস্ত্র চোরের ছবি প্রকাশ করল পুলিশ | jagonews24.com

2021-06-15 0 Dailymotion

গত ৫ মে রাজধানীর শাহবাগ থানা থেকে পুলিশের পিস্তল, গুলি ও ম্যাগাজিন চুরি করা ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারের জন্য সহযোগিতা চেয়েছে পুলিশ।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, তদন্ত কর্মকর্তারা ভিডিও ফুটেজ যাচাই করে দেখতে পান, ৫ মে দুপুরে শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিমাংশু কুমার সাহা ডিউটি শেষে থানার পুলিশ ব্যারাকের ২য় তলায় তার বেডে বিশ্রাম নিতে যান। তার পরিহিত পুলিশ বেল্টের সাথে পিস্তলের কাভারে ভর্তি একটি ৭.৬২ এমএম পিস্তল, ২টি ম্যাগাজিনে ১৬ রাউন্ড গুলি খাটের ওপর রেখে বিশ্রাম করেন তিনি।

বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/national/news/510844